প্রকাশিত: Sat, Mar 2, 2024 11:57 AM
আপডেট: Mon, May 12, 2025 9:47 AM

[১]তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে এস আলম কোল্ড স্টোরেজের আগুন নিয়ন্ত্রণে

এম আর আমিন, চট্টগ্রাম: [২] চট্টগ্রাম বাকলিয়ায় এস আলম কোল্ড  নির্মাণাধীন ভবনের হিমাগারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। । 

[৩] শুক্রবার সকাল ১১টা দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। এস আলম গ্রুপের নির্মাণাধীন ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামের হিমাগারে এই আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট ১০টি ইউনিট। 

[৪] চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক এম ডি আব্দুল মালেক বলেন, বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে আগুন নিয়ন্ত্রণে তিনটি স্টেশনের দশটি ইউনিট কাজ করে। এর মধ্যে আগ্রাবাদ স্টেশন থেকে ছয়টি, চন্দনপুরা স্টেশন থেকে দুটি এবং লামার বাজার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

[৫] আগুনে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

[৬] স্থানীয় লোকজন জানান, আগুনে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নির্মাণাধীন ভবনে হিমাগার নির্মাণ করা হচ্ছিল। কাঠ এবং ককশিটের সাহায্যে এ হিমাগার নির্মাণ করা হচ্ছে। সম্পাদনা: ইকবাল খান